কে কত হাসতে পারো!!! "তেতত্রিশ"

শীতের

টানা এক মাস শীতের ছুটির পর স্কুল খুলেছে। ক্লাসে শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে কথা হচ্ছে।
শিক্ষক: শীতের ছুটি কীভাবে কাটালে তোমরা?
ছাত্র: সোয়েটার পরে, মাফলার পরে, মোজা পরে, জ্যাকেট পরে।
শিক্ষক: আচ্ছা, তুমি কীভাবে বুঝবে যে শীত এসে গেছে?
ছাত্রী: টেলিভিশনে বেবি লোশন, পেট্রোলিয়াম জেলি, উইন্টার ফেয়ারনেস ক্রিম ইত্যাদির বিজ্ঞাপন দেখে।

বিজ্ঞানের বিস্ময়
কোনো এক যাত্রী খুলনাগামী ট্রেনের পরিবর্তে রাজশাহীর ট্রেনে উঠে পড়লেন। কিছুক্ষণ পর ট্রেনের অন্য এক যাত্রীকে বললেন—কোথায় যাচ্ছেন ভাই?
লোকটি বলল : খুলনা।
জিজ্ঞাসাকারী ব্যক্তি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বিজ্ঞানের কী বিস্ময় দেখুন, একই ট্রেনের ডান পাশ যাচ্ছে খুলনা আর বাম পাশ যাচ্ছে রাজশাহী। 

ডেলিভারি
বিকাল বেলা দোকানের চায়ের আড্ডায় কিছু লোকের মাঝে গল্প হচ্ছে
একজন বলল, এই তোমরা শুনেছ! আমাদের পাশের বাড়ির এক মহিলা ডেলিভারি কেইসে মারা গেছে।
তা শুনে আরেকজন বলে উঠল
হ্যাঁ, এটা আসলে মারাত্মক একটা রোগ। এ রোগে আমার দাদাও মারা গেছেন।

ডাক্তার ও রোগীর মধ্যে কথা হচ্ছে
রোগী : ডাক্তার সাহেব, প্রতিদিন ৫০ টাকার ওষুধ খাচ্ছি। কোনো লাভ হচ্ছে না।
ডাক্তার : এখন থেকে প্রতিদিন ৪০ টাকার ওষুধ খাবেন। তাহলে ১০ টাকা করে প্রতিদিন লাভ হবে।

Leave a comment